
ইউটিউবেও ‘গহীন বালুচর’ দেখছেন দর্শক
August 19, 2019
বিনোদন প্রতিবেদক : নবাগত মুন, তানভীর ও নীলাঞ্জনা নীলা অভিনীত সিনেমা ‘গহীন বালুচর’ প্রতিনিয়তই ইউটিউবে উপভোগ করছেন দেশ বিদেশের দর্শক। বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমাটি মুক্তি পায় ২০১৭ সালের ২৯ ডিসেম্বর। ইউটিউবে সিনেমাটি প্রকাশিত হয় ২০১৮ সালের ১৬ জুন। আর তখন থেকে আজ পর্যন্ত ইউটিউবে সিনেমাটি উপভোগ করেছেন ১ লক্ষ ষাট হাজারেরও বেশি দর্শক। নাবগতদের জন্য এটি সত্যিই অনেক বড় একটি পাওয়া যে সিনেমা হলে মুক্তির পরও সিনেমাটি দর্শক ইউটিউবে দেখছেন। দিনদিন ইউটিউবে ভিউয়ার্স আরো বাড়বে এমনটাই স্বাভাবিক। ‘গহীন বালুচর’র কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন বদরুল আনাম সৌদ। এটি সরকারী অনুদানের সিনেমা। নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন সুবর্ণা মুস্তাফা। এতে আরো যারা অভিনয় করেছিলেন তারা হচ্ছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, আফরোজা বানু, লুৎফর রহমান জর্জ, জিতু আহসান, শাহাদাৎ হোসেন, রুনা খান, শাহানা রহমান সুমী, নাজিবা বাশার, শর্মীমালা প্রমুখ। সিনেমাটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। সিনেমাটির সঙ্গীত পরিচালক ছিলেন ইমন সাহা। এতে গান গেয়েছেন বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নী, লিজা। প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন রাইজুল ইসলাম আসাদ।