
এভাবেই এগিয়ে যেতে হবে…
September 24, 2019
বিনোদন প্রতিবেদক : গেলো ১৪ সেপ্টেম্বর এশিয়ান টিভির সরাসরি সঙ্গীতানুষ্ঠানে গান গেয়েছিলেন এই প্রজন্মের মিষ্টি কন্ঠের সঙ্গীতশিল্পী স্মরণ। তার সঙ্গে সেদিন একই শো’তে গান গেয়েছিলেন মনির বাউলা। অনুষ্ঠানের এক পর্যায়ে ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় সিনেমা আলমগীর কবির পরিচালিত ‘সীমানা পেরিয়ে’ সিনেমায় আবিদা সুলতানার গাওয়া ‘বিমূর্ত এই রাত্রি আমার মৌনতারই সুতোয় বুনা একটি রঙ্গিন চাঁদর’ গানটি পরিবেশন করেন স্মরণ। সেই সময়কার জনপ্রিয় নায়িকা জয়শ্রী কবিরের কন্ঠে সেই সময় গানটি শুধু বাংলাদেশেই নয় বহি:র্বিশ্বেও আলোড়ন সৃষ্টি করেছিলেন। এরপর আবিদা সুলতানার গাওয়া এই গানটি বিভিন্ন সময়ে বিভিন্ন কন্ঠশিল্পী স্টেজ শো’তে কিংবা চ্যানেলে গেয়েছিলেন। গেলো ১৪ সেপ্টেম্বর স্মরণের কন্ঠে ‘বিমূর্ত এই রাত্রি আমার গানটি’ শুনেও সেদিন শ্রোতা দর্শকেরা মুগ্ধ হয়েছিলেন। গানটি এশিয়ান টিভিতে প্রচারের পর স্মরণের বাবা তার ফেসবুক ওয়ালে গানটি শেয়ার করেন। সেখানেও শ্রোতারা স্মরণের গায়কীর ভূয়সী প্রশংসা করেন। শ্রোতাদের এই প্রশংসা ধরে রাখতেই নিজেকে গানে আরো বেশি অধ্যাবসায়ী করে তোলার চেষ্টা করছেন স্মরণ। কারণ গান নিয়ে ভাবনা ছাড়া আর কোনকিছু নিয়ে তার ভাবনা নেই। একজন শুদ্ধ সুরের সঙ্গীতশিল্পী হিসেবেই নিজেকে গড়ে তুলতে চান। কিংবদন্তী সঙ্গীতশিল্পী আবিদা সুলতানার প্রতি শ্রদ্ধা জানিয়েই স্মরণ ‘বিমূর্ত এই রাত্রি আমার’ গানটি অনেক দরদ দিয়েই গেয়ে থাকেন সবসময়। এদিকে সোমবার সকালে প্রয়াত বরেণ্য গীতিকবি আবু হেনা মোস্তফা কামালকে স্মরণ করে স্মরণ ‘গানে গানে সকাল শুরু’তে গান পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তী সুরস্রষ্টা শেখ সাদী খান। উল্লেখ্য ‘বিমূর্ত এই রাত্রি আমার’ গানটি লিখেছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায় এবং সুর সঙ্গীত করেছিলেন ভূপেন হাজারিকা। গেলো ৬ আগস্ট প্রকাশিত হয় স্মরণের ‘অগ্নিবাসর’ গানটি। অধরা জাহানের লেখা ও শানের সুর সঙ্গীতে এই গানটিও অসাধারণ গেয়েছেন স্মরণ। অন্যরকম গীতিকবিতা এবং অনবদ্য সুর, স্মরণের গায়কী শ্রোতাদের মুগ্ধ করেছে।