
‘জীবনজুড়ে এক অনুভূতির নাম মা’-শান্তা জাহান
August 22, 2019
শান্তা জাহান, এই সময়ের নন্দিত একজন উপস্থাপিকা। আবার শখের বশে মাঝে মাঝে বিজ্ঞাপনের মডেল হিসেবে যেমন কাজ করেন, অভিনয়ও করেন। তবে মৌসুম এলে তিনি উপস্থাপনাতেই বেশি ব্যস্ত থাকতে স্বাচ্ছন্ধ্যবোধ করেন। শান্তা জাহান অনায়াসে স্বীকার করেন তার আজকের অবস্থানের নেপথ্যে যে মানুষটির নিরলস শ্রম ছিলো, চেষ্টা ছিলো তিনি হচ্ছেন তার গর্ভধারিনী মা। মা’য়ের জন্যই শত বাঁধার মুখে এগিয়ে যেতে সাহস পেয়েছেন। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চ্যালেঞ্জ নিয়েছেন। আজ শান্তা জাহানের বয়ানে তারই মায়ের গল্প শুনবো।
‘আমার কাছে মা মানেই হচ্ছে সকল সমস্যার সমাধান। মা মানে হাজারো অভিমান ভেঙ্গে নতুন কিছুর সন্ধান । মা এর জন্যই আমার জীবনে আমুল পরিবর্তন এসেছে। সবচাইতে কঠিন সময়ে মা কে পাশে পেয়েছি বন্ধুর মত। আবার মা যখন দুরে ছিল প্রতি মুহূর্ত মিস করেছি। এখনও মা আছে বলেই নিশ্চিন্তে অনেক কিছুই করতে পারি। সত্যি বলতে কী মা’ই আমার সকল কাজের অনুপ্রেরণাা। আর আমি নিজে মা হয়ে এটা আরও ভালো ভাবে উপলদ্ধি করতে পারি মা এর তুলনা মা নিজেই। আমার মায়ের ভালো গুণ গুলোই আমি পেয়েছি। জীবনজুড়ে মা এমন এক অনুভূতির নাম যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার মা প্রচ- রাগী, আমিও ঠিক তাই। তবে মায়ের মমতার আর ভালবাসার কাছে আমার রাগ সবসময়ই হার মেনে যায়। পৃথিবীর সবকিছু হারিয়ে গেলেও মা যেন আমার জীবন থেকে কখনো কোন কারণেই যেন হারিয়ে না যায়। আল্লাহ যেন আমার মা’কে সবসময়ই আমার পাশে রাখেন। কারণ মা’কে ছাড়া একটি মুহুর্তও আমি কল্পনা করতে পারিনা। মা’গো অনেক ভালোবাসি তোমায়, কিন্তু কখনোই তা বলা হয়ে উঠেনা।
ছবি : মোহসীন আহমেদ কাওছার