সর্বশেষ আপডেট :February 20, 2020
Ovinews24

তারা দু’জন রূপার আংটি’র বড় বউ ছোট বউ

December 27, 2019

বিনোদন প্রতিবেদক: সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ভার্সেটাইল অভিনেত্রী রুনা খান ও অভিনেত্রী, লেখক শানারেই দেবী শানু এবারই প্রথম একটি খণ্ড নাটকে একসঙ্গে কাজ করলেন। এর আগে তারা দু’জন ‘অলসপুর’ ধারাবাহিকে কাজ করেছিলেন। ‘রূপার আংটি’ নামের নাটকে তারা দু’জন প্রথমবার কোন খণ্ড নাটকে কাজ করলেন। নাটকটি পরিচালনা করেছেন হিমেল ইসহাক। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এই নাটকে রুনা খান বড় বউয়ের চরিত্রে এবং শানু ছোট বউয়ের চরিত্রে অভিনয় করেছেন। ‘রূপার আংটি’ মূলত একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পের নাটক। নাটকের গল্প প্রসঙ্গে জানা যায়, মুক্তিযুদ্ধে একজন বাবার হারিয়ে যাওয়া গল্প এবং পরবর্তীতে বধ্যভূমিতে রূপার আংটি খুঁজে পাওয়ার মধ্যদিয়ে সেই মুক্তিযোদ্ধাকে সনাক্ত করণের মধ্যদিয়েই নাটকের গল্প আবর্তিত হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন,‘ শ্রদ্ধেয় সৈয়দ মঞ্জুরুল ইসলাম একটি সত্য ঘটনা অবলম্বনে নাটকটি রচনা করেছেন। যে কারণে ভীষণ আগ্রহ নিয়েই আমি কাজটি করেছি। গল্পটি আবেগের সাথে মিশে গেছে। আর নাটকে আমার সঙ্গে আরো যারা অভিনয় করেছেন সবাই নি:সন্দেহে ভীষণ গুনী শিল্পী। বিশেষত শতাব্দী ওয়াদুদ ভাইয়ের কথা বলতেই হয়, তিনি আমার প্রিয় একজন শিল্পী। পাশাপাশি শ্রদ্ধেয় ডলি আপাও। শানু সহশিল্পী হিসেবে ভীষণ চমৎকার একজন সহশিল্পী। সবমিলিয়ে আমরা একটি ভালো কাজ করার চেষ্টা করেছি। যে কারণে নাটকটি নিয়ে আশাবাদী আমি।’

শানু বলেন,‘ যেহেতু এটি মুক্তিযুদ্ধের গল্পের নাটক , তাই এতে কাজ করতে গিয়ে ভীষণ আবেগ দিয়ে কাজ করতে হয়েছে। এতে বড় বউ হিসেবে আমি আমাদের শক্তিমান অভিনেত্রী শ্রদ্ধেয় রুনা খানকে পেয়েছি। তারসঙ্গে অভিনয় করতে সবসময়ই আমার ভীষণ ভালোলাগে। এই নাটকে আরো ছিলেন শ্রদ্ধেয় ডলি জহুর আপা, শতাব্দী ওয়াদুদ ভাই। সবমিলিয়ে ভীষণ ভালো একটি কাজ হয়েছে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’ জানা যায় আজ রাত আটটার বাংলা সংবাদের পর নাটকটি বিটিভিতে প্রচার হবে। এদিকে গেলো ৮ ডিসেম্বর রুনা খান তৌকীর আহমেদ’র ‘হালদা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। একই বছরে মুক্তিপ্রাপ্ত বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্যও প্রশংসিত হন তিনি। এদিকে আগামী একুশে গ্রন্থ মেলায় শানারেই দেবী শানুর লেখা উপন্যাস ‘লিপস্টিক’ ও কবিতার বই ‘প্রিয়তম মেঘ’ অন্বেষা থেকে প্রকাশ হবে বলে নিশ্চিত করেছেন শানু। এদিকে আজ শানুর দশম বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকী উদযাপন করতে তিনি বর্তমানে বরিশালে শ্বশুরবাড়িতে আছেন।
ছবি : আলিফ হোসেন রিফাত

Leave a Reply

এটাও পছন্দ করতে পারেন

শুভ জন্মদিন সারিকা সাবাহ

বছরের শুরুতেই পুরস্কার, প্রশংসিত হচ্ছে ঐশীর নতুন গান

ভাষা’র মাসে রনি’র ‘তোলপাড়’ শুরু

কাজলেই শেষ, কাজলেই শুরু…

মায়ের দেখানো আলোর পথে রবি

আসাদের পরিচালনায় অপূর্ব, মম ও মৌসুমীর ‘বৃষ্টি ধারা’

Copy link
Powered by Social Snap