
ভক্তের পাঠানো ছবিতে বিস্মিত পপি!
August 20, 2019
বিনোদন প্রতিবেদক : মানুষ নিজেকে নানান সময়ে নানানরূপে নানান সাজে দেখতে ভালোবাসে। তবে নিজের তোলা ছবি থেকে কেউ যদি একটু হৃদয়ের ভালোবাসা দিয়ে এঁকে অন্য এক রূপরেখা দাঁড় করা তা যেন হয়ে উঠে অনন্য অসাধারন।

চিত্রনায়িকা পপির তিনটি ছবি তারই একনিষ্ঠ একজন ভক্ত এঁকে তাকে পাঠিয়েছেন। নিজের ছবি দেখে নিজেই বিস্মিত হয়ে গেলেন। মুগ্ধ হয়ে পপি বলেন , এতো ভালোবাসা কোথায় রাখি। ছবিগুলো নিজের ফেসবুকে ওয়ালে শেয়ারও করেছেন পপি।

এদিকে পপি অভিনীত ক্যা-ল লাইট’ টেলিফিল্মটি এরইমধ্যে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এতে তার বিপরীতে আছেন আমিন খান। প্রায় শেষ হয়ে এসেছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ। প্রচারের অপেক্ষায় আছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘গার্ডেন গেম’। এতে তার সহশিল্পী হিসেবে আছেন রিয়াজ, মনির খান শিমুল, নিপুণ’সহ আরো অনেকে। এখন পর্যন্ত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন পপি।