
সালমান শাহ’তে অনুপ্রাণিত হয়ে ঝিটকার সেই ছেলেটি
September 25, 2019
বিনোদন প্রতিবেদক : একটা সময় ছিলো যখন মানিকগঞ্জের ঝিটকা’তে প্রচুর সিনেমার শুটিং হতো। সেই ঝিটকারই সন্তান আজকের ছোটপর্দার পরিচিত মুখ উদয় খান। উদয়ের মনে আছে, ঝিটকা’তে তিনি সালমান শাহ’র ‘সুজন সখী’ সিনেমার শুটিং দেখেছিলেন। প্রিয় নায়কের শুটিং দেখেই তার মনে স্বপ্ন দানা বাঁধে সিনেমাতে অভিনয় করার। প্রিয় নায়ক এক সময় পরপারে চলে যান। তার প্রতি ভালোবাসা রেখেই নিজের স্বপ্নকে বুকে লালন করে এগিয়ে যান তিনি। একসময় বিএফডিসিতে ঘুরতে ঘুরতে পরিচয় হয় প্রয়াত পরিচালক মহম্মদ হাননানের সঙ্গে। তিনিই প্রথম উদয়কে একটি নাটকে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেন। উদয় অভিনয় করেন হাননানের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘ও আমার চক্ষু নাই’তে। এরপর পরই তিনি মোতালেব হোসেনের নির্দেশনায় মান্নার সঙ্গে ‘দাপট’ সিনেমাতে কাজ করার সুযোগ পান। কিন্তু সিনেমায় খুব বেশি কাজ করতে না পারার কারণে আবারো নাটকে নিয়মিত হন তিনি। গোলাম সোহরাব দোদুলের ‘সাতকাহন’সহ একই পরিচালকের অনেকগুলো নাটকে অভিনয় করেন তিনি। অভিনয় করেন এরপর সাদেক সিদ্দিকী, জাহাঙ্গীর আলম সুমন, কায়সার আহমেদ, মোহন খান, নজরুল কোরেশী, রহমতুল্লাহ তুহিন’সহ আরো অনেক গুনী নির্মাতাদের নাটকে। এক সময় মিউজিক ভিডিওর মডেল হিসেবেও দারুণ সাড়া পান তিনি।

বাংলা সিনেমার কালজয়ী গান ‘অন্তরও কাটিয়া দেবো কলিজা খুলিয়া দেবো’,‘ এই মন তোমাকে দিলাম’সহ আরো বেশকিছু গানের মডেল হিসেবে কাজ করে প্রশংসিত হন। গানগুলো অনুপম থেকে প্রকাশিত হয়। মাইনুল হোসেন খোকনের নির্দেশনায় গানগুলোতে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এছাড়ও বিভিন্ন সময়ে উদয় অ্যাণ্ড্রু কিশোর, আসিফ, মনির খান, উদিত নারায়ন-আঁখি আলমগীরের গানে মডেল হয়েছেন। খায়রুল আলম সবুজের নাট্যদল ‘থিয়েটার তোপখানা’র হয়ে ‘তোতারাম’ নাটকে অভিনয় করেও আলোচিত হয়েছেন। পরবর্তীতে নাট্যদল ‘সড়ক’র হয়ে ‘ব্যাচেলর’, ‘হ্যালোসিনেসন’,‘শয়তান’ এবং পথনাটক ‘বিবিসাব’-এ অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়ান তিনি। উদয় অভিনীত এফ জামান তাপস পরিচালিত ‘হলোনা তোমাকে পাওয়া’ আজ রাত নয়টা দশ মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে। এতে তার সহশিল্পী ফারজানা রিক্তা। উদয় নিয়মিত অভিনয় করছেন এটিএন বাংলায় প্রচার চলতি মোহন খানের ‘নীড় খোঁজে গাঙচিল’ এবং সাঈদ তারেকের ‘লাইফ পার্টনার ডটকম’। এছাড়াও জাহাঙ্গীর আলুম সুমনের ‘ডিবি’ ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। ১৯৭৭ সালের ১২ জুন জন্মনেয়া উদয়ের বাবা মো: আব্দুল হাই মিয়া, মা রওশন আরা বেগম। উদয় বলেন,‘ যে স্বপ্ন আর আশা নিয়ে মিডিয়াতে কাজ শুরু করেছিলাম সেই স্বপ্ন আর আশা কিছুটা পূরণ হয়েছে। এখনো সেই স্বপ্নে দেখা পথেই হাটছি। আমার অভিনয়ে অনুপ্রেরণা প্রিয় নায়ক সালমান শাহ। হয়তো এভাবে হাটতে হাটতে একদিন অভিনয়কে ঘিরে আমার স্বপ্ন পূরণ হবে।’
ছবি : গোলাম সাব্বির