
‘সিনেমার গল্পে উদাহরণ হয়েই ফিরতে চাই বারবার’-তিতান
August 25, 2019
বিনোদন প্রতিবেদক : অভিনয়ের ক্যারিয়ারের শুরুতে একটি সিনেমাতে অভিনয় করেছিলেন এই প্রজন্মের অভিনেত্রী তিতান চৌধুরী। গেলো ঈদে বেশকিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। সেসব নাটকও দর্শক সমাদৃত হয়েছে। তবে বেশ কয়েকবছর নাটকে ধারাবাহিকভাবে অভিনয় করলেও তিতানের আগ্রহ রয়েছে ভালো গল্পের সিনেমায় অভিনয় করার। হোক তা চরিত্রটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ হলেও তাতে অভিনয় করতে চান তিনি। অবশ্য তিতান জানান কলকাতার সিনেমায় কাজ করার ব্যাপারে আগ্রহ রয়েছে তার। এরইমধ্যে সেখানে কাজ করার ব্যাপারে আলোচনাও চলছে বলে জানান তিনি। কথা হচ্ছে দেশের কয়েকজন নির্মাতার সঙ্গেও। কিন্তু কোনকিছুই চূড়ান্ত নয় বলে এ প্রসঙ্গে কথার ধারাবাহিকতাও এগিয়ে যাবার আগ্রহ নেই তার। কিন্তু রূপালী পর্দায় নিজেকে আবারো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখার প্রবল সাধ তার।

তিতান বলেন,‘ দীর্ঘদিন দর্শকের মধ্যে বেঁচে থাকার একমাত্র অবলম্বন সিনেমা। আমি আমার পরবর্তী প্রজন্মের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখতে গিয়ে একটি ভালো গল্পের ভালো চরিত্রে অভিনয় করে দৃষ্টান্ত হয়ে থাকতে চাই। অনেকেই গল্পে গল্পে অনেক সিনেমার উদাহরণ টেনে নিয়ে আসেন। আমার অভিনীত সিনেমা যেন দর্শকের গল্পের মধ্যে, কিংবা পরিচালকের, প্রযোজকের, শিল্পীদের গল্পের মধ্যে উদাহরণ হয়ে যেন আসে বারবার।’ এদিকে ঈদের পর রাজধানীতে ফিরলেও এখনো শুটিং-এ ফেরা হয়নি তার। গেলো ঈদে তিতান চৌধুরী ইমরাউল রাফাতের ‘হ্যাসটেগ’ নাটকে অভিনয়েল জন্য বেশি সাড়া পান।
ছবি : গোলাম সাব্বির