
সুবর্ণা মুস্তাফার সঙ্গে অভিনয়ে উচ্ছসিত আইরিন আফরোজ
October 18, 2019
বিনোদন প্রতিবেদক : সুবর্ণা মুস্তাফা, বাংলাদেশের নাট্যাঙ্গনের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী। তার নিজের প্রজন্ম থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের সবার কাছেই অভিনয়ের আদর্শ হিসেবে তার নামটিই শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়। অনেকের কাছেই সুবর্ণা মুস্তাফা মানেই হচ্ছে অভিনয়ের অনুপ্রেরণা। সেই প্রিয় সুবর্ণা মুস্তাফার সঙ্গে প্রথমবারের মতো অভিনয়ের সুযোগ পেলেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী আইরিন আফরোজ। বদরুল আনাম সৌদ’র রচনায় ও পরিচালনায় টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিক নাটকে সুবর্ণা মুস্তাফার সঙ্গে অভিনয়ের সুযোগ পেলেন আইরিন আফরোজ। এরইমধ্যে ধারাবাহিকটির শুটিং-এ অংশ নিয়েছেন সুবর্ণা মুস্তাফা ও আইরিন আফরোজ। আইরিন আফরোজ প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন,‘ এই নাটকে আইরিন তার নিজের চরিত্রে বেশ ভালো অভিনয় করেছে। সহযোগি মনোভাবাপন্ন, পরিশ্রমী একজন অভিনয়শিল্পী। সবচেয়ে বড় কথা হলো মানবিক গুনাবলী সম্পন্ন একজন মানুষ যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।’ প্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে অভিনয় প্রসঙ্গে উচ্ছসিত আইরিন আফরোজ বলেন,‘ শ্রদ্ধেয় সুবর্ণা আপু এতো ভালো মনের একজন মানুষ তা তার সঙ্গে কাজ না করা হলে হয়তো জানাই হতোনা। শুটিং চলাকালীন সময়ে তিনি প্রত্যেক শিল্পীর খেয়াল রাখেন। কিছুদিন আগে গাজীপুরে ধারাবাহিকটির শুটিং হয়। সেখানে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়লে তিনি আমাকে দু’দিন মায়ের মতো সেবা দিয়েই সুস্থ করে তুলেছেন। তারসঙ্গে কথা বললেও অনেক কিছু শেখা যায়, জানা যায়। আর শুটিং-এর সময় তিনি যখন অভিনয় করেন তার অভিনয়ে মুগ্ধ হয়ে তারই দিকে তাকিয়ে থাকি, এই মুগ্ধতার আসলে শেষ নেই, এই মুগ্ধতার ব্যাখারও শেষ হয়না।’

উল্লেখ্য সুবর্ণা মুস্তাফা সরকারী সফরে দেশের বাইরে ছিলেন। এরইমধ্যে দেশে ফিরেছেন। ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ছাড়া আপাতত আর কোন নাটকে অভিনয় করছেন না তিনি। সর্বশেষ তিনি বদরুল আনাম সৌদের পরিচালনায় ‘গহীন বালুচর’ সিনেমায় অভিনয় করেন। আইরিন আফরোজ বর্তমানে কায়সার আহমেদ’র ‘বকুলপুর’, ফরিদুল হাসানের ‘কমেডি ৪২০’, মেহেদী হাসানের ‘ইডিয়ট বক্স’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। আজ থেকে আইরিন এজাজ মুন্নার রচনা ও নির্দেশনায় এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘শহরালী’র কাজ শুরু করেছেন। এছাড়াও আইরিনের টগি চিপস, সিঙ্গার ফ্রিজ, টেস্ট মি ড্রিংক বিজ্ঞাপনগুলো নিয়মিত দেশের বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। শাহজাদা মামুনের নির্দেশনায় ‘বুজুগ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে আইরিন আফরোজ অভিনয়ে দারুণ প্রশংসিত হন। নাটকটি গেলো বছর আগস্টে আরটিভিতে প্রচার হয়।
ছবি : আইরিন আফরোজের সৌজন্যে