সর্বশেষ আপডেট :July 3, 2020
Ovinews24

অবশেষে সিনেমায় ফারজানা চুমকি

September 3, 2019

অভি মঈনুদ্দীন : অভিনয় জীবনের দীর্ঘ দুই দশকের পথচলায় অবশেষে সিনেমায় কাজ করছেন গুনী অভিনেত্রী ফারজানা চুমকি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পূণ্য’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এরইমধ্যে চাঁদপুরে সিনেমাটির শুটিং-এ অংশ নিয়েছেন তিনি। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চুমকি এই সিনেমার কাজ নিয়েই ব্যস্ত থাকবেন বলে জানান তিনি। সিনেমাটিতে তিনি রাবেয়া চরিত্রে অর্থাৎ চঞ্চল চৌধুরীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। প্রথমবারের মতো সিনেমাতে অভিনয় প্রসঙ্গে ফারজানা চুমকি বলেন,‘ প্রথম সিনেমা হিসেবে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। কারণ একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে সেলিম ভাইয়ের এবং তার সিনেমার গ্রহণযোগ্যতা আছে দর্শকের কাছে, সেটা প্রমাণিত। প্রমাণিত মনপুরা ও স্বপ্নজাল সিনেমা দিয়ে। খুউব ভালোভাবে আমরা সবাই একটি পরিবারের মতোই কাজ করছি। অবশ্য এর আগে আমার অভিনয় জীবনের শুরুতে আমি সিনেমাতে কাজ করার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু তখন সত্যিকার অর্থে সিনেমার সার্বিক পরিস্থিতি ভালো ছিলোনা। তাই কাজ করা হয়ে উঠেনি। কিন্তু অবশেষে অনেকদিন পরে হলেও একটি ভালো গল্পের এবং সেলিম ভাইয়ের মতো গুণী একজন পরিচালকের সিনেমাতে আমার অভিষেক হলো। এটা অনেক ভালোলাগারও বিষয়।’ দীর্ঘদিন আগে সেলিমের নির্দেশনায় ‘এনেছি সূর্যের হাসি’ নাটকে অভিনয় করেছিলেন ফারজানা চুমকি। পরবর্তীতে তার নির্দেশনায় আর কাজ করা হয়ে উঠেনি। ১৯৯৯ সালে লাক্স আনন্দধারা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন ফারজানা চুমকি। তার অভিনীত প্রথম নাটক ছিলো সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মণ্ডের ‘জীবন যেখানে যেমন’। তার প্রথম বিজ্ঞাপন ছিলো পিন্টু নির্দেশিত ‘উইন্টার গার্ড লিপজেল’। মীর সাব্বিরের সঙ্গে তার অভিনীত প্রথম অভিনীত টেলিফিল্ম ছিলো খায়রুল বাশারের ‘হৃদয়ে বসতি’। সম্প্রতি মীর সাব্বির পরিচালিত এনটিভিতে প্রচারিত ঈদ ধারাবাহিক নাটক ‘মতলব’-এ চুমকির অভিনয় বেশ প্রশংসিত হয়। অভিনয় জীবনের দীর্ঘ দুই দশক পার করছেন ফারজানা চুমকি। তার দীর্ঘদিনের এই পথচলা প্রসঙ্গে চুমকি বলেন,‘ আমার বড় বোন নীলু আপার অনুপ্রেরণাতেই মিডিয়াতে আসা। তার কারণেই আমার আজকের ফারজানা চুমকি হয়ে উঠা। তাই তার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ এদিকে এরইমধ্যে সিনেমার গুনী অভিনেতা সুব্রত’র সঙ্গে চুমকির একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের চিনি গুড়া চালের বিজ্ঞাপন প্রচার শুরু হয়েছে। বিজ্ঞাপনটির জন্যও বেশ সাড়া পাচ্ছেন তিনি। এটি নির্মাণ করেছেন অঞ্জলী সাথী।
ছবি : গোলাম সাব্বির

Leave a Reply

এটাও পছন্দ করতে পারেন

দেখা হলেও অভিনয়ের সুযোগ পাননি মুনমুন…

১১ বছর পর অবশেষে সিনেমা’য় মুনিম…

একজন অভিনেতা হবারই চেষ্টা করেছি অভিনয়ে চার যুগ পেরিয়ে বললেন আলমগীর…

যে কারণে বদলে গিয়েছিলো নায়ক রাজের ‘সন্ধি’র নায়িকা

‘বউ বাড়ি’র বড় বউ হয়ে শুটিং-এ ফিরছেন শাহনূর

বদলে যাচ্ছে প্রযুক্তি, এখনই বিকল্প না ভাবলে বিপদ!

Copy link
Powered by Social Snap